রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে ২৫ জুন
১৯ জুন ২০২৩ ২১:২০
ঢাকা: আগামী ২৯ জুন ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় বসবে ১৯টি কুরবানির পশুর হাট। ঈদের চারদিন আগে ২৫ জুন থেকে এ সব হাটে পশু বেচাকেনা শুরু হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় একটি স্থায়ী হাটসহ দশটি হাট বসবে আর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় একটি স্থায়ীসহ বসবে নয়টি হাট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান বলেন, ‘ঈদের পাঁচদিন আগে বসবে কুরবানির পশুর হাট। দক্ষিণ সিটির সারুলিয়ার স্থায়ী হাটের পাশাপাশি বসবে আরও নয়টি অস্থায়ী হাট।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ‘ঈদের দিনসহ পাঁচদিনব্যাপী কুরবানির পশুর হাট বসবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এদের মধ্যে গাবতলীর স্থায়ী পশুর হাট ছাড়াও আরও আটটি অস্থায়ী হাট নির্দিষ্ট করা হয়েছে। এ ছাড়া ৪৩ নং ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিমপাড়া খালি জায়গায় হাট বসানোর প্রক্রিয়া চলছে।’
সারাবাংলা/আরএফ/একে