Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৩ ১৩:৩৭

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের পৃথক উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

দিরাই উপজেলার জয়পুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা জানায়, জয়পুর গ্রামের পাশে রাতে আব্দুল মালেকসহ আরও কয়েকজন হাওরে মাছ শিকার করতে যান। আজ সকালে বজ্রপাতে তিন মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তাদির আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের জয়নাল ও সেলিম নামে দুই যুবকের ডলুরা বর্ডার এলাকার চলতি নদী থেকে পাথর উত্তোলনের সময় বজ্রপাতে মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর