Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবরস্থানের ‘লাইট-তার চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৩ ১১:৪৩ | আপডেট: ১৭ জুন ২০২৩ ১১:৪৯

নরসিংদী: নরসিংদী সদরের কাউরিয়াপাড়া কবরস্থানের ‘লাইট ও বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দুপুরে পুলিশ কাউরিয়াপাড়া কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করেছে। হৃদয় মিয়া নরসিংদী শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউরিয়াপাড়া মহল্লার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়না জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় হৃদয় মিয়া কাউরিয়াপাড়া কবরস্থানের ভিতরে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান। সকালে কবরস্থানের ভেতরে শিশুরা খেলা করতে গিয়ে তার মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নরসিংদী মডেল থানার এসআই মো. কামরুজ্জামান জানান, হৃদয় একজন মাদকসেবী, তিনি নেশার টাকা যোগাতে বিভিন্ন সময় চুরি করতেন। তার নামে নরসিংদী মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে। গত সোমবার জেল থেকে তিনি ছাড়া পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কবরস্থানের লাইট ও বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে হৃদয়ের মৃত্যু হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর