Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ২২:৫১ | আপডেট: ১৩ জুন ২০২৩ ২৩:০৮

ঢাকা: দেশে নতুন করে আরও ১৩২টি সরকারি হাসপাতালে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) শুরু হয়েছে। এ ধাপে ঢাকা বিভাগে রয়েছে ২৪টি হাসপাতাল। হাসপাতালগুলোতে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন এ ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইন্সটিটিউটশনাল প্র্যাকটিসকে জনগণ ভালোভাবে নিয়েছে। চিকিৎসকরাও এ পদ্ধতিতে খুশি। যেহেতু এ প্রক্রিয়া ফলপ্রসূ হয়েছে এবং চাহিদা বাড়ছে সেহেতু আরও ১৩২টি হাসপাতালকে ইন্সটিটিউটশনাল প্র্যাকটিসের আওতায় আনছি। আমরা চেষ্টা করব নতুন এসব প্রতিষ্ঠানে আরও ভালো মানের সেবা নিশ্চিত করতে। এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টি মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু থাকবে। আগামীতে এ সেবার মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।’

ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জাহিদ মালেক বলেন, ‘এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৯০ জন রোগী পেয়েছি। এর মাঝে ঢাকার বাইরে ৮২৮ জন। ঢাকার সিটি করপোরেশনের মাঝে ২ হাজার ৫৬২ জন রোগী রয়েছে। এছাড়া সারা দেশে বাকি ৭০০ রোগী। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে। এ পর্যন্ত মোট ২৬ জন রোগী মারা গেছেন। এদের ডেঙ্গু শক সিনড্রোম ও ডেঙ্গু বাহিত হেমারেজে মারা গেছে।’

কোভিড ভ্যাকসিন সম্পর্কে জাহিদ মালেক বলেন, ‘আমরা প্রথম ডোজ ১৫ কোটি ৭ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি, ২য় ডোজ ১৪ কোটি মানুষকে দিয়েছি, প্রথম বুস্টার ডোজ ৬ কোটি ৭৫ লাখ মানুষকে এবং দ্বিতীয় বুস্টার ডোজ ৩২ লাখ মানুষকে দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৩৬ কোটি ২১ লাখ ডোজ ভ্যাকসিন দিতে পেরেছি।’

বিজ্ঞাপন

এ সময় স্বাস্থ্য সেবা সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/একে

বৈকালিক সেবা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্যসেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর