Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরে গেলেও বিজয়ী প্রার্থীকে স্বাগত জানাব: খায়ের আব্দুল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৩ ১৫:২০ | আপডেট: ১২ জুন ২০২৩ ১৭:৩১

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, ভোটের ফল যাই হোক, আমি মেনে নেব। হেরে গেলেও বিজয়ী প্রার্থীকে স্বাগত জানাব।

সোমবার (১২ জুন) সকালে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

নৌকা মার্কার এই প্রার্থী বলেন, ‘চমৎকার পরিবেশ, খুব ভালো ভোট হচ্ছে সব জায়গায়। ইনশাআল্লাহ আমরা আশাবাদী।’

নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে অন্য প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে খোকন সেরনিয়াবাত বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন কমিশন আছে, আইন-শৃঙ্খলা বাহিনী আছে। তারা পর্যবেক্ষণ করছে।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই। আমি খুবই আনন্দিত যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে।’

বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ-বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘এখানে অনেক কাউন্সিলদের ভেতরে সমস্যা আছে। তাদের মধ্যে অন্তঃকোন্দল আছে। তাদের জন্য কিছু সমস্যা হচ্ছে।’

প্রসঙ্গত, বরিশাল সিটির ১২৬টি ভোটকেন্দ্রে এবারই প্রথম ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। এ সিটিতে ভোটার রয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ টপ নিউজ বরিশাল সিটি করপোরেশন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর