Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ কেটে লাখ টাকা ‍ও অর্ধশত মোবাইল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৯:৪৯

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটের টিনের চালা ও সিলিং ভেঙে দোকানে ঢুকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ প্রায় এক লাখ টাকা এবং দোকানে থাকা অর্ধশত মোবাইল ফোন সেট নিয়ে গেছে বলে জানা গেছে।

শনিবার (১০ জুন) দিবাগত রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের সড়কবাজার মার্কেটের সারা কমপিউটার অ্যন্ড মোবাইল নামের একটি দোকানে এই চুরি সংঘটিত হয়।

ব্যবসাপ্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এহসানুল হক মোহন জানান, গতরাত পৌনে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। সকাল নয়টার দিকে এসে দোকান খুলে দেখেন ভেতরে মোবাইল ফোন, এক্সেসরিজসহ মালামাল সাজানো তাকগুলো খালি। সব কটি ড্রয়ারের তালা ভাঙা।

মোহন বলেন, ফিচার ও টাচ ফোন মিলিয়ে প্রায় অর্ধশত সেট এবং ড্রয়ারে মালামাল বিক্রি ও বিকাশ লেনদেনের প্রায় এক লাখ টাকা ছিল। সব নিয়ে গেছে চোরেরা। এ ব্যাপারে সদর থানায় এবং মাছিহাতা মডেল ইউনিয়নের চেয়ারম্যান আল আমিনকে অবহিত করা হয়েছে বলে জানান মোহন।

সদর থানার বিট অফিসার আতিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা সম্পর্কে তিনি জেনেছেন। এ ব্যাপারে কাজ করছেন তারা।

সারাবাংলা/একে

চুরি ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর