Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি নির্বাচনে পেশিশক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না: সিইসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ১৭:১৪ | আপডেট: ১০ জুন ২০২৩ ১৯:৩৪

সিলেট: চলমান সিটি নির্বাচনে কোনো ধরনের পেশিশক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন,‘আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে।’

শনিবার (১০ জুন) দুপুরে সিলেট সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন।

এ সময় প্রায় চার ঘণ্টা সিলেটের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বক্তব্য শোনেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, নির্বাচনে প্রার্থীরা সহযোগিতা করলে সুষ্ঠু হবে। এজন্য কমিশন সার্বিক সহযোগিতা করবে।

এদিকে প্রার্থীরা নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ, বৃষ্টি মাথায় রেখে লেমিনেটেড পোস্টার ব্যবহারের অনুমতি এবং ভোটারের মধ্যে ইভিএম সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

মতবিনিময় সভায় ইসি সচিব জাহাঙ্গীর আলম, সিলেটের বিভাগীয় কমিশনার মোশারফ হোসেন ও সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ পেশিশক্তি সিইসি সিটি নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর