Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ যেতে ব্যাংক এমডিদের তথ্য জানাতে হবে গভর্নর অফিসে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৩ ২২:০৫ | আপডেট: ৮ জুন ২০২৩ ২২:১০

ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশ যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অফিসসহ সং‌শ্লিষ্ট বিভাগকে জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অফিস থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে। সার্কুলারটি সব বা‌ণি‌জ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ২০২০ সালের ২৩ মার্চ এক সার্কুলারের মাধ্যমে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাদের অনুপস্থিতির সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাফতরিক ফোন, সেল ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস গভর্নর সচিবালয় এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করার জন্য আপনাদের নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি ‘গভর্নর সচিবালয়’ অবলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ‘গভর্নর অফিস’ গঠন করা হয়েছে। তাই সূত্রের সার্কুলার দুটিতে দেওয়া তথ্য নিয়মিতভাবে পাঠানোসহ সবধরনের পত্র যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহারের জন্য আপনাদের পরামর্শ দেওয়া হলো। আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

এমডি টপ নিউজ তথ্য জানাতে হবে বিদেশ যাত্রা ব্যাংক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর