সিলেটে বিএনপির কর্মসূচি
৮ জুন ২০২৩ ১৫:৪৭ | আপডেট: ৮ জুন ২০২৩ ১৫:৪৯
সিলেট: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিদ্যুৎ ভবনের সামনে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর বাগবাড়িতে বিদ্যুৎ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিদ্যুৎ ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি অফার লুটপাটের কারণে এই তীব্র গরমেও সাধারণ জনগণ বিদ্যুত পাচ্ছে না। জনগণের টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে সরকারদলীয়রা, আর দুর্ভোগ পোহাচ্ছেন দেশের মানুষ।
অবস্থান কর্মসূচির থেকে ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনা করে নানা ধরনের স্লোগানও দেওয়া হয়। অবস্থান কর্মসূচী শেষে সিলেটে বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকেৌশলী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে বিদ্যুৎ ভবনের সামনে জড়ো হয়।
সারাবাংলা/বিএস/ইআ