Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াটারকিপার এলায়েন্স’র কাউন্সিল বোর্ড সদস্য হলেন শরীফ জামিল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৩ ২৩:৩০

ঢাকা: চতুর্থবারের মতো এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্স’র কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল।

বৃহস্পতিবার (১ জুন) অন্তর্জালে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রবার্ট এফ কেনেডি জুনিয়র কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী এ সংগঠনের উচ্চপর্যায়ের এই নীতিনির্ধারণী পরিষদে আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন শরীফ জামিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৪৭টি দেশে পরিবেশ রক্ষায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে।

বাংলাদেশে শরীফ জামিল ছাড়াও ওয়াটারকিপার এলায়েন্স’র সদস্য হিসেবে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর হয়ে কাজ করছেন ইবনুল সাইদ রানা।

সারাবাংলা/আরএফ/পিটিএম

শরীফ জামিল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর