জমির বিরোধে একজনকে খুন, গ্রেফতার ৩
৩ জুন ২০২৩ ১৩:০৭ | আপডেট: ৩ জুন ২০২৩ ১৩:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. কায়ছার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জুন) রাতে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. কায়ছার খানখানাবাদ ইউনিয়নের মৃত ওমর আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গ্রেফতার তিনজন হলেন- মো. আকবর (৩৫), আলম নুর (৫৫) ও মেজবাহ উদ্দিন (১৯)।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘১৫ বছর আগে থেকে কায়ছারের বাবার দখলে একটি জমি ছিল। সেই জমি নিয়ে কায়ছারের সঙ্গে একই এলাকার আল নুরের ছেলে ফরিদের বিরোধ চলছিল। স্থানীয় চেয়ারম্যানও এর আগে এই ঝামেলা নিয়ে তাদের সঙ্গে বসেছিলেন।’
‘নিহত কায়ছার স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এক মাস আগে চুরির একটি মামলায় তিনি একমাস জেলও খেটেছেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে বসে গল্প-গুজব করার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।’
তিনি আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমরা তিনজনকে গ্রেফতার করেছি। বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যহত আছে।’
সারাবাংলা/আইসি/ইআ