Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক শ্রমিকদের মজুরি সংক্রান্ত ডাটাবেজ হচ্ছে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৩ ০৯:০০

ঢাকা: দেশের ৪৮ হাজার পোশাক শিল্প কারখানায় শ্রমিকের তথ্য সংবলিত ডাটাবেজ প্রণয়ন করা হয়েছে। এছাড়া সেবা ব্যবস্থার উন্নয়নে মজুরি সংক্রান্ত ডাটাবেজ তৈরি করা হচ্ছে। বাজেট বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে উত্থাপিত বাজেটে এ কথ জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজন যথাযথ তথ্য-উপাত্ত। তাই ৪৮ হাজার পোশাক শিল্প কারখানায় শ্রমিকের তথ্য সংবলিত ডাটাবেজ প্রণয়ন করা হয়েছে। এছাড়া সেবা ব্যবস্থার উন্নয়নে মজুরি সংক্রান্ত ডাটাবেজ তৈরি করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এলইএমএস) সফটওয়্যারের মাধ্যমে প্রথম পর্যায়ে তিন লাখ শ্রমিকের তথ্য অন্তর্ভুক্ত করে ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছি। আমরা পর্যায়ক্রমে দেশের সব শ্রমিকের তথ্য এ ডাটাবেজ সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে চাই।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইএইচটি/ এনইউ
বিজ্ঞাপন

আরো