রেকর্ড ভাঙা বাজেটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ছাত্রলীগ’র
১ জুন ২০২৩ ২১:৪৪
ঢাকা: ২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত শেখ হাসিনা সরকারের বাজেট প্রত্যেকটি সূচকে সফলতার পরিচয় দিয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ। এমন বাজেট করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ এই আনন্দ মিছিল করে। মিছিল পরবর্তী সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘বাজেট একটি রাজনৈতিক ও অর্থনৈতিক দলিল। শেখ হাসিনার সরকারের এই বাজেট প্রত্যেকটি সূচকেই সাফল্যের পরিচয় দিয়েছে। সেজন্য আমরা বাংলার ছাত্রসমাজের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।’
বাজেটে একটি রাজনৈতিক দল বা সরকারের অঙ্গীকার, লক্ষ্য, ভিশন ও মিশন প্রতিধ্বনিত হয় বলে দাবি করেন সাদ্দাম হোসেন।
এবারের বাজেটকে ‘রেকর্ড ভাঙা’ উল্লেখ করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘আজকের বাজেটটি রেকর্ড ভাঙা বাজেট। গণমুখী, শিক্ষাবান্ধব বাজেটের জন্য সারা বাংলার ছাত্র সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’ শয়নের দাবি, ঘোষিত বাজেটটি গণমুখী, শিক্ষার্থী, কৃষক ও জনবান্ধব।
তিনি বলেন, ‘আমরা অর্থনৈতিক অগ্রযাত্রায় যেভাবে এগিয়ে যাচ্ছি সেটি অব্যাহত রাখতে ছাত্রলীগ কাজ করবে। দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’
উল্লেখ্য, এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট।
সারাবাংলা/আরআইআর/পিটিএম