Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সানগ্লাসের দাম বাড়বে

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৮:৩১ | আপডেট: ১ জুন ২০২৩ ১৯:০৩

ঢাকা: ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত বাজেট সানগ্লাসের ওপর মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে দেশে সানগ্লাসের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাবনায় বলা হয়, সানগ্লাস (প্লাস্টিক ও মেটাল ফ্রেমযুক্ত) এর মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। এই প্রস্তাব পাশ হলে দেশে সানগ্লাসের দাম বাড়তে পারে।

ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর বিকলে ৩টা ৫মিনিটে অর্থমন্ত্রী জাতীয় সংসদে উপস্থাপন করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট পেশ করনে তিনি।

সারাবাংলা/ইএইচটি/এনএস

২০২৩-২৪ অর্থবছর টপ নিউজ বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর