Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের ইভিএম গেল বরিশালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ২০:৪৯ | আপডেট: ৩০ মে ২০২৩ ১১:১৭

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ব্যবহৃত ১৫০০টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বরিশালে পৌঁছেছে।

সোমবার (২৯ মে) বিকেলে শিল্পকলা একাডেমিতে রাখা হয়েছে এ সব মেশিন। তবে এখনও এসে পৌঁছেনি নগরীর ১২৬ কেন্দ্রের সিসি ক্যামেরা।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের নির্বাচনে ব্যবহৃত ইভিএমেই ভোট দেবেন বরিশালের ভোটাররা। ভোটের আগের দিন শিল্পকলা একাডেমি থেকে ইভিএমগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় শতাধিক ব্যক্তিকে ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৭ জন অংশ নেবেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সিটির মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।

সারাবাংলা/একে

ইভিএম বরিশাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর