Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুয়ার আসর থেকে গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৩ ১৯:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে জুয়া খেলার আসর থেকে হাতেনাতে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) গভীর রাতে বন্দর থানার ঈশানমিস্ত্রির হাটের রাশেদ বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাতজন হলেন— আবদুল কাশেম (৩৮), নজরুল ইসলাম (৩৩), জাফর আহম্মদ (৪০), সিরাজুল ইসলাম (৩২), এনামুল হক (৪২), সোহেল মাহমুদ (২৫) ও মো.আরমান (৩২)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে ঈশানমিস্ত্রি হাটের ওই ভবনের আল আরাফাহ নামের একটি প্রতিষ্ঠানের রুমের ভেতরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার ১ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া জুয়া খেলায় ব্যবহৃত তিন বান্ডেল তাসও জব্দ করা হয়। ওই সাতজনকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে বলে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান।

সারাবাংলা/আইসি/একে

চট্টগ্রাম জুয়ার আসর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর