জন্ম নিবন্ধন কার্যক্রম সহজ করেছে সরকার: হাছিনা গাজী
২৫ মে ২০২৩ ১৯:৩২ | আপডেট: ২৫ মে ২০২৩ ১৯:৩৮
নারায়ণগঞ্জ: সরকার জন্ম নিবন্ধন কার্যক্রম সহজ করেছে বলে জানিয়েছেন করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে তারাবো পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।
পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধনের বিষয়ে হাছিনা গাজী বলেন, ‘বর্তমান সরকার জন্ম নিবন্ধন কার্যক্রম সহজ করেছে।’
সভায় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়া কাউন্সিলরদের মধ্যে আমির হোসেন ভূঁইয়া, আনোয়ার হোসেন, আক্তার হোসেন মোল্লা, হামিদুল্লাহ এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে লায়লা পারভীন, জোসনা বেগম ও মাহফুজা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস