হজযাত্রীদের পদচারণায় মুখরিত পবিত্র নগরী
২৩ মে ২০২৩ ১৬:৫৬ | আপডেট: ২৩ মে ২০২৩ ১৬:৫৮
পবিত্র হজ পালনকারীদের পদচারণা ও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী। পবিত্র মক্কায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৭৯ জনের বেশি বাংলাদেশি হজযাত্রী পবিত্র মক্কায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ১ হাজার ৬৫৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ২২৩ জন।
এ বছর প্রত্যেক হাজি নিজ নিজ দেশের বিমানবন্দর থেকেই যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। মক্কা রুট ইনিশিয়েটিভ ব্যবহার করে ঝামেলাহীন নির্বিঘ্ন হজযাত্রায় হাজিরা মক্কায় পৌঁছেছেন।
এবার হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীরা বেশ সন্তুষ্ট। সৌদি আরবসহ সারাবিশ্ব থেকে ৩০ লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এ বছর বিশ্বের ১২২টি দেশের হাজিদের মধ্যে বাংলাদেশি হাজিরা সর্বপ্রথম পবিত্র মক্কায় এসে পৌঁছান।
এবার সৌদি আরবসহ সারাবিশ্বে থেকে ৩০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ করতে যাবেন।
সারাবাংলা/একে