Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার রিভিশন শুনানির কার্যতালিকায়

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ১০:৫৮ | আপডেট: ২৩ মে ২০২৩ ১৪:৩১

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন হাইকোর্টে শুনানির কার্যতালিকায় এসেছে।

মঙ্গলবার (২৩ মে) খালেদা জিয়ার করা এই রিভিশন আবেদনটি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ৭২ নম্বর রয়েছে।

এর আগে, গত সপ্তাহে খালেদা জিয়ার পক্ষে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল।

কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে দেশ ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির সৃষ্টি করা এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে দেশের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

সারাবাংলা/কেআইএফ/ইআ

খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর