Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটক আইডিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন, গ্রেফতার ১

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৩ ১৮:৫৮

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার টিকটক আইডি উদ্ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রেমিক শরিফ মিয়ার (২১) মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সাবেক প্রেমিক শাকিল (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২মে ) ভোরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শাকিল উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে। নিহত শরিফ চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

এর আগে, গত মঙ্গলবার(১৬ মে) বিকালে উপজেলার চন্দনপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, হামলার ঘটনার পর নিহতের চাচা মহিউদ্দিন বাদী হয়ে শাকিলকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করে। পরে শরিফের মৃত্যুতে সেই মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। আমরা ঘটনার পর থেকেই শাকিলকে গ্রেফতারে অভিযান পরিচালনা করেছি। পরে সোমবার ভোরে গোপন সংবাদ এর ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তার দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মাধুপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শরিফের। শরিফ প্রবাসে চলে যাওয়ার পর চন্দনবাড়ী ইউনিয়নের চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে শাকিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় মেয়েটি। পরে এ সম্পর্কের বিষয়টি জানতে পেরে শরীফ দেশে চলে আসে। পরে প্রেমিকাকে বুঝিয়ে তারা সম্পর্কে জড়ায়।

বিজ্ঞাপন

এদিকে শাকিল তার প্রেমিকার টিকটক আইডির পাসওয়ার্ড জানত। শাকিল প্রেমিকার টিকটক আইডিতে বিভিন্ন ধরনের আপত্তির ভিডিও আপলোড দিত। এ নিয়ে প্রেমিক শাকিল ও প্রবাসী প্রেমিক শরিফের মাঝে দ্বন্দ্ব বাধে।

শরিফ মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দনপুর গ্রামে শাকিলকে টিকটক আইডিতে আপত্তিকর ভিডিও না ছাড়তে নিষেধ করে ও আইডির পাসওয়ার্ড চায়। শাকিল তা দিতে অস্বীকার করে এবং ছুরি দিয়ে শরিফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। শরিফ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন শরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থায় অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

সারাবাংলা/একে

খুন ছুরিকাঘাত টিকটক আইডি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর