Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির কারণেই ঢাকায় মার্কিন নাগরিকদের প্রতি সতর্কতা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৩ ১৩:২৪ | আপডেট: ২২ মে ২০২৩ ১৬:৩৪

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র জ্বালাও-পোড়াওয়ের কারণে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘এটা বিএনপির জ্বালাও-পোড়াও অপরাজনীতির ফসল।’

সোমবার (২২ মে) ডিরেক্টরস গিল্টস্ এর নব নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে যে হত্যার হুমকিদাতা রাজশাহী মহানগর বিএনপির সভাপতির সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি করে তারই প্রমাণ এটা।’

বিজ্ঞাপন

এর আগে অভিনয় শিল্পীদের সংগঠন ডিরেক্টরস্ গিল্টস্ এর নব নির্বাচিতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে টেলিভিশনের সংখ্যা যত বাড়ছে, তত নাটকের সংখ্যা বাড়ছে। আমাদের লক্ষ্য দর্শক যেন বাইরের দেশের নাটক বাদ দিয়ে আমাদের দেশের নাটক সিনেমা দেখেন।’

সমিতির নেতাদের কিছু দাবির পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘আসলে শিল্পী কল্যাণ ট্রাস্টে সমিতির পক্ষ থেকে কাউকে রাখিনি। কিছুদিন পর পর সমিতি হয়, এতো সমিতি হলে সবাইকে রাখা কঠিন। আমরা টেলিভিশন শিল্পী সমিতি থেকে প্রতিনিধি রেখেছি। সিড মানি পাওয়া গেলেই অপরাশানে যাবো।’

স্বীকৃতি দেওয়ার দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নিজের পরিচয় দিতে পারেন, সেখানে কোনো বাধা নেই। যে কারও পেশা পাসপোর্টে লিখতে পারেন, সেখানে কোনো বাধা নেই।’

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ বিএনপি মার্কিন নাগরিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর