Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলে হয়ে গেলো মেয়ে!

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ১১:৪৯ | আপডেট: ২১ মে ২০২৩ ১৫:১১

ঢাকা: সাড়ে চার ঘণ্টা অস্ত্রোপচারের পরে প্রথমবারের মতো খুলনায় ১৭ বছরের এক ছেলে রূপান্তরিত হয়েছে মেয়েতে। শুধু খুলনা বিভাগেই নয়, দেশের দক্ষিণাঞ্চলে এ ধরণের অস্ত্রোপচার এটাই প্রথম।

গত শুক্রবার (১২ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলোজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট ডা. নিরুপম মন্ডল এই অস্ত্রোপচার করেন। এ সময় সহযোগী হিসেবে ছিলেন অধ্যাপক ডা. সামসুন নাহার লাকি, অধ্যাপক ডা. দিলীপ কুন্ড।

বিজ্ঞাপন

ডা. নিরুপম মন্ডল সারাবাংলাকে বলেন, ‘এটা সাধারণত কেউ করেন না। অনেকে লজ্জার ভয়ে গোপনে পাশের দেশে, আবার যার সামর্থ্য থাকে সে উন্নত দেশে চলে যায়। এ ধরনের অস্ত্রোপচারে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আমি গত ১০ বছরে একটি অপারেশন হতে দেখেছি। খুলনায় এ ধরনের অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়াটা অবশ্যই আমাদের জন্য গর্বের।’

রোগীর বিষয়ে জানিয়ে ডা. নিরুপম মন্ডল বলেন, ‘১৭ বছরের ছেলেটির বাহ্যিক রুপ ছিল নারীর মতো। একজন নারীর যেসব বৈশিষ্ট থাকে তার সবই ছিল। তার শারীরিক গঠন, কণ্ঠস্বর, চাল-চলনের ধরণ প্রায় সবকিছুই ছিল নারীদের মতোই। তবে নারীদের শরীরে থাকা ডিম্বাশয় ও জরায়ু তার ছিল না। কারণ তার শরীরের ভেতরটা পুরুষের মতো। অর্থাৎ শরীরের ভেতরে সে জিনগতভাবে পুরুষ। অর্থাৎ চালচলনে বা বাহ্যিক রূপে সে নারীর মতো হলেও তার ছিল পুরুষাঙ্গ।’

এই চিকিৎসক আরও বলেন, ‘বাইরে দেখতে নারীর মতো কিন্তু আসলে সে পুরুষ- এমন অবস্থায় তার পরিবারের সদস্যরাও কিছুটা সংশয়ে ছিল ভবিষ্যত নিয়ে। তার অভিভাবকরা জানান, ১৭ বছর বয়স হলেও সে ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশতো। সবাই তাকে মেয়ে হিসেবেই চিনতো। আর তাই অভিভাবকরা চাচ্ছিলেন, সমাজে যেনো সে মেয়ে হিসেবেই পরিচিত হয়ে উঠে। একইভাবে অন্যদের মতো যেন ঘর-সংসারও করতে পারে।’

বিজ্ঞাপন

‘অভিভাবকরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন। সে নিজেও চাচ্ছিল ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হতে। এরপরে আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেই। যদিও এটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। পেটের মধ্যে যে দুটি টেস্টিস ছিল তা অস্ত্রোপচার করে অপসারণ করেছি’, বলেন এই চিকিৎসক।

ডা. নিরুপম বলেন, ‘আশা করি এখন সে একজন নারীর জীবন যাপন করতে পারবে। এরপর তাকে আমরা হরমোন রিপ্লেসমেন্ট দেবো, যাতে সে একজন কমনীয় নারীতে পরিণত হন। আমরা অস্ত্রোপচারের পরে গত এক সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রেখেছি। এখন পর্যন্ত সে সুস্থ আছে।’

কিন্তু একজন পূর্ণাঙ্গ নারীর জীবন পেতে হলে তো মাতৃত্বের স্বাদ পেতে হয়। এটা সে কোনোদিন পাবে না বলেও উল্লেখ করেন ডা. নিরুপম মন্ডল।

উল্লেখ্য, ডেনমার্কে বিশ্বে প্রথম সফলভাবে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের হয় ১৯৫২ সালে। জর্জ জোর্গেনসন নামের সাবেক এক মার্কিন সৈন্য লিঙ্গ পরিবর্তন করে পরিণত হন হলিউডের তৎকালীন সময়ে পরিচিত মুখ ক্রিস্টিন জোর্গেনসনে। তবে সামাজিক প্রতিরক্ষা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার জের ধরেই লিঙ্গ পরিবর্তন করার দাবিকে মানতে নারাজ বিজ্ঞানীরা। তারা বলছেন, সামাজিকভাবে প্রভাবিত ফ্যাক্টরগুলোর চেয়ে মানুষের জন্মের আগে জিন ও হরমোন দ্বারা সৃষ্ট জৈব রাসায়নিক সিগন্যাল লিঙ্গ পরিবর্তন আকাঙ্ক্ষার ওপর বেশি প্রভাব ফেলে।

সারাবাংলা/এসবি/এমও

ছেলে টপ নিউজ মেয়ে রূপান্তর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর