Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন্ডিকেট চিহ্নিত করে ব্যবস্থা নিন, বাণিজ্যমন্ত্রীকে সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ২১:০৫

চট্টগ্রাম ব্যুরো : ভোগ্যপণ্যের বাজারের ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

শনিবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে খোরশেদ আলম সুজন বলেন, ‘দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, তারপরও দাম বাড়ছে কেন? প্রান্তিক কৃষক যদি বাড়তি দামের সুফল পেত, তাহলে কিছু বলার থাকত না। কিন্তু কৃষকের হাতে পেঁয়াজ নেই। সাধারণ কৃষক কোনো সুফলই পাচ্ছে না। পেঁয়াজের দাম বাড়ানো সিন্ডিকেটের কারসাজি ছাড়া আর কিছুই নয়।’

বিজ্ঞাপন

বাজার পরিস্থিতি তুলে ধরে সুজন বলেন, ‘সয়াবিন তেল, চিনি, পেঁয়াজের দাম ক্রেতার নাগালের বাইরে। আদার দাম লাগামহীন। সামনে কোরবানির ঈদ আসছে। এ অবস্থায় এসব পণ্যের দাম বেড়ে যাওয়া অশনিসংকেত। এসব পণ্য আমদানির মধ্য দিয়ে বাজারকে স্থিতিশীল করতে হবে।’

বাণিজ্যমন্ত্রীকে সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী পেঁয়াজ আমদানির হুমকি দিলেন। এরপরও পেঁয়াজের দাম বাড়ছে। দেশের কৃষি বিপণন ব্যবস্থা সম্পূর্ণভাবে করপোরেট সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। ভোগ্যপণ্যের বাজার করপোরেট সিন্ডিকেটের কবল থেকে উদ্ধার করতে হবে। এজন্য পরিকল্পনা প্রণয়ন, সরবরাহ ব্যবস্থা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বাণিজ্যমন্ত্রীকেই। কিন্তু বাণিজ্যমন্ত্রী ক্রেতাদের কোনো সুখবর দিতে পারছেন না। আমাদের প্রশ্ন, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তেল-চিনি-পেঁয়াজ সিন্ডিকেটের কানামাছি খেলা কয়দিন চলবে?’

নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন আরও বলেন, ‘মিল মালিক ও ডিলাররা সিন্ডিকেট করে প্রথমে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পরে ঘাটতি দেখিয়ে এসব পণ্যের দাম বাড়িয়ে দেয়। সরকার বিভিন্ন পণ্যের দাম বেঁধে দিলেও আমদানিকারক কিংবা আড়তদার কেউই এসবের তোয়াক্কা করছে না। ইচ্ছেমতো তেল-চিনি-পেঁয়াজ-আদার দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ী সিন্ডিকেট জনগণকে জিম্মি করে ফেলেছে। তাদের চিহ্নিত করতে হবে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

বিজ্ঞাপন

দ্রুত আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।

সারাবাংলা/আরডি/একে

বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেট সুজন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর