Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিবাগে খাবার হোটেলে বিদ্যুৎস্পৃষ্টে কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৩ ২০:০৩

ঢাকা: রাজধানীর শান্তিবাগে একটি খাবারের হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল মালাকার (২২) নামে এক কর্মচারী মারা গেছেন।

শুক্রবার (১৯ মে) বেলা দেড়টার দিকে শান্তিবাগ মগাহাজীর গলির ‘বিসমিল্লাহ’ নামে এক খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার মো. সুলতান গাজী জানান, প্রায় ১ বছর ধরে হোটেলটিতে কর্মচারী হিসেবে ছিলেন উজ্জ্বল। দুপুরে হোটেলটির পেছনের অংশে একা একা বসে পানিতে পেঁপে ধোয়ার কাজ করছিলেন। জুমার নামাজ পড়ে এসে দেখতে পান বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় উজ্জ্বল পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের কোনো তার ছিঁড়ে লোহার এঙ্গেলে বিদ্যুতায়িত হয়েছিল। সেখানে বসে কাজ করার সময় যে কোনোভাবে উজ্জ্বল বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তিনি জানান, উজ্জ্বলের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চর শিমুলিয়া গ্রামে। বাবার সেলিম মালাকার। বর্তমানে শান্তিবাগ এলাকার একটি বাসায় থাকতেন উজ্জ্বল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

কর্মচারী ঢাকা মেডিকেল বিদ্যুৎস্পৃষ্ট হোটেলে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর