ফ্রান্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা
১৯ মে ২০২৩ ১১:৫১ | আপডেট: ১৯ মে ২০২৩ ১৭:০০
ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়ার অঞ্চলের লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটারস্কেলে এটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকম্পের পরপরই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স।
শুক্রবার (১৯ মে) সম্ভব্য এই সুনামির বিষয়ে সতর্কতা জারি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি)। সংস্থাটি জানিয়েছে, ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়ায় সুনামি আঘাত হানতে পারে।
এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে লর্ড হাও দ্বীপেও সুনামি আঘাত হানতে পারে। এছাড়া এই ভূমিকম্পের কারণে নিউজিল্যান্ডের উপকূলে সুনামির হুমকি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি উৎপত্তি স্থল ভূ-গর্ভের প্রায় ৩৮ কিলোমিটার গভীরে ছিল।
সারাবাংলা/এনএস