Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের চার্জগঠনের বৈধতা চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৩ ১৫:২৬

ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আল-আমিন হোসেনের বিরুদ্ধে চার্জগঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

বুধবার (১৭ মে) মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান সাক্ষ্য দিতে আদালতে আসেন। কিন্তু এই মামলায় চার্জগঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। যা আজ শুনানির জন্য ধার্য রয়েছে জানিয়ে সাক্ষ্য পেছানোর আবেদন করেন আল-আমিনের আইনজীবী আব্দুর রহমান (সুমন)।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

বিষয়টি জানান আল-আমিনের আইনজীবী আব্দুর রহমান (সুমন)।

এদিন ক্রিকেটার আল-আমিন আদালতে হাজিরা দেন।

গত ৫ মার্চ একই আদালত আল-আমিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা আল-আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত বছরের ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

সারাবাংলা/এআই/এনইউ

আল আমিন ক্রিকেটার টপ নিউজ মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর