Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুর চামড়া ১২০, খাসির ৭০ টাকা করার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ২৩:১৯

ঢাকা: কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ১২০ ও খাসির চামড়া ৭০ টাকা করার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

মঙ্গলবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, কোরবানির চামড়া বিক্রির অর্থ এতিম ও গরীবের হক। ২০১৪ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশে চামড়ার সরকার নির্ধারিত মূল্য কমানো হয়েছে। চামড়ার দাম প্রতিবছর কমতে থাকায় এরই মধ্যে বহু মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক বছর ধরে কোরবানির চামড়ার মুল্য কমিয়ে গরিব এবং দ্বীনিশিক্ষা কেন্দ্রগুলোকে ঠকানো হচ্ছে।

তিনি বলেন, ‘গরিবের হক মেরে চামড়া সিন্ডিকেটকে লাভবান করতে সরকারের একটি গোষ্ঠী চামড়ার মূল্য নির্ধারণ করে যাচ্ছে। বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না।’

শহিদুল ইসলাম কবির বলেন, ‘দেশে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হলেও কোরবানির গরুর চামড়ার দাম প্রতিবর্গফুট ১২০ টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট ৭০ টাকা করতে হবে। অন্যথায় দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে।’

তিনি বলেন, ‘২০১৩ সালে সরকার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৯০ টাকা ও ঢাকার বাইরে ৮০ টাকা দামে কেনা হয়। এখান থেকে চামড়ার মূল্য বৃদ্ধি না করে কমিয়ে দেওয়া ইসলাম, মুসলমান, মাদরাসাবিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।’

সারাবাংলা/এজেড/একে

কোরবানির পশু গরুর চামড়া মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর