Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতলপুর স্টিলের ৫ মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ২২:৫১

চট্টগ্রাম ব্যুরো: দেশের ইস্পাত খাতের অন্যতম প্রতিষ্ঠান শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের (এসএএসএম) চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। ২৩৫ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাদের বিরুদ্ধে আদালতের এ নির্দেশনা এসেছে।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন বলে আদালতটির বেঞ্চ সহকারী রেজাউল করিম জানিয়েছেন।

বিজ্ঞাপন

পাঁচ ব্যবসায়ী হলেন- এসএএসএম’র চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ হোসেন, জানে আলম ও মাহবুব আলম।

২৩৪ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৭২৭ টাকা ৩৯ পয়সা খেলাপী ঋণ আদায়ে গত ১৩ এপ্রিল পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে ওয়ান ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকার এসএএসএম কারখানা ওয়ান ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেনি। ২০২২ সালের ৩১ ডিসেম্বর ওয়ান ব্যাংকের আগ্রাবাদ শাখায প্রতিষ্ঠানটিকে ২৩১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৩৮৯ টাকা ঋণখেলাপি ঘোষণা করে। এ ঋণের বিপরীতে সীতাকুণ্ডে ১১৫ ডেসিমেল, শীতলপুরে ৪৪ ডেসিমেল এবং চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে ৩৮ দশমিক ৫০ ডেসিমেল জমি বন্ধক আছে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সারাবাংলাকে বলেন, ‘আদালত বন্ধক থাকা সম্পদের পরিমাণ খেলাপী ঋণের বিপরীতে খুবই নগণ্য বলে উল্লেখ করেছেন। সুতরাং দেশত্যাগ করলে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ খেলাপী ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে। এজন্য আদালত পাঁচ ব্যবসায়ীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে ঢাকার মালিবাগে পুলিশের ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

এছাড়া তাদের বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে না, সে বিষয়ে ৩১ মে পাসপোর্টসহ আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী রেজাউল করিম।

সারাবাংলা/আরডি/পিটিএম

দেশত্যাগ নিষেধাজ্ঞা মালিক শীতলপুর স্টিল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর