Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজধানীর অনেক এলাকায় ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজের সুযোগ নাই’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৩ ১৮:১৭ | আপডেট: ১৫ মে ২০২৩ ২০:০৬

ঢাকা: রাজধানী ঢাকার অনেক এলাকায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ চালানোর মতো অবকাঠামো ও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘সময় থাকতে আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে।’

সোমবার (১৫ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা, গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘ভূমিকম্প প্রতিরোধে কোনো প্রযুক্তি না থাকায় ভূমিকম্প অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমাদের করণীয় হচ্ছে, কোনো বিল্ডিং বা অবকাঠামো তৈরির সময় ভূমিকম্প সহনীয় ও জাতীয় বিল্ডিং কোড অনুসরণ করে তৈরি করা।’

স্থানীয় সরকার মন্ত্রী তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের কথা উল্লেখ করে বলেন, ‘সেখানে প্রশস্ত রাস্তা ও উন্মুক্ত স্থান ছিল। মানুষ ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয় পেয়েছিল, তাই প্রাণহানি কম হয়েছে। ঢাকায় সে বাস্তবতা কতটুকু রয়েছে তা জনগণের সামনে প্রতিনিয়ত উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম সচেতনতামূলক কার্যক্রম নিতে পারে।’

পরিকল্পনাহীন উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের দায় আমাদের সবার রয়েছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতে যাতে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ ছাড়া কোনো স্থাপনা তৈরি হতে না পারে সেজন্য যে প্রতিষ্ঠানগুলোর স্থাপনা তদারকির দায়িত্ব রয়েছে তাদের আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে অপরিকল্পিত নগরায়ন বা বিল্ডিং কোড না মানার কারণে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে যে ভয়াবহতা তা অনবরত মানুষের সামনে উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম সচেতনতা তৈরি করতে পারে।’

বিজ্ঞাপন

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী।

সারাবাংলা/আরএফ/আইই

টপ নিউজ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর