‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা’
১৫ মে ২০২৩ ১১:৫৬ | আপডেট: ১৫ মে ২০২৩ ১২:০৬
চলছে গ্রীষ্মকাল। খরতাপের পাশাপাশি এই সময় কালবৈশাখীর আশঙ্কাও থাকে। এতে ক্ষেতের ফসল মাটির সঙ্গে মিশে যায়। ফলে ক্ষতির মুখে পড়ে কৃষক। কিন্তু এবার ঢাকার আশেপাশে কালবৈশাখীর তেমন প্রভাব দেখা যায়নি। ফলে বোরো মৌসুম নির্বিঘ্নেই পার করেছে কৃষকরা। এখন চলছে বোরো কাটার মৌসুম। ঢাকার সাভারের আশুলিয়ায় বিস্তীৰ্ণ এলাকা জুড়ে পাকা বোরো ধান। চলছে সেই ধান কাটা। সম্প্রতি ধান কাটার সেই আবহমান দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার স্টাফ ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/পিটিএম