Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিদেশীয় সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ১৫ মে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ১৩:৫৭ | আপডেট: ১৩ মে ২০২৩ ১৫:৪১

ঢাকা: জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে আগামী সোমবার (১৫ মে) বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ সে) প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার (৯ মে) তিনি দেশে রাষ্ট্রীয় সফর শেষে সকাল ১০টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে, গত ২৫ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইটে (বিজি১৪০৩) প্রধানমন্ত্রী জাপান সফরের মধ্য দিয়ে এই ত্রিদেশীয় সফরে বের হন। জাপাস সফর শেষে যুক্তরাষ্ট্র এরপর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/এমও

জাপান ত্রিদেশীয় সফর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর