Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আতংকে সেন্টমার্টিন দ্বীপবাসী, উড়ছে মহাবিপদ সংকেতের পতাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ১৩:৩৮

কক্সবাজার: ঘূর্ণিঝড় মোখা’য় আতংকিত সেন্টমার্টিন দ্বীপবাসী। তোলা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেতের পতাকা। এলাকার অলিগলিতে চলছে মাইকিং। সবমিলিয়ে আতংকে দ্বীপের বাসিন্দারা। এরইমধ্যে দ্বীপের সাইক্লোন শেল্টারসহ স্কুল-হোটেল প্রস্তুত রাখা হয়েছে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়াও হচ্ছে।

উপজেলার প্রশাসনের পক্ষ থেকে দ্বীপের মানুষকে সতর্ক থাকতে ইতিমধ্যে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে দু’টি সাইক্লোন শেল্টারসহ আরও ২০-২২টি স্কুল ও দ্বিতল ভবন। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীও। সাগরে মাছ শিকারে যাওয়া সব ফিশিং ট্রলার ও স্পিড বোটগুলো নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা জয়নাল বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের চারদিকে সাগর উত্তাল, হালকা বৃষ্টি ও মাঝারি গতির দমকা হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল থেকে এখন পর্যন্ত দ্বীপে বিদ্যুৎ নেই। যেকোনো সময় মোবাইল বন্ধ হয়ে যেতে পারে। খুবই আতংকে রয়েছি আমরা দ্বীপবাসী।’

সেন্টমার্টিনের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা বিষয়ে অবগত হয়েছি। দ্বীপে কাজ করতে আসা এবং অবস্থান করা বাইরের শ্রমিকরা ইতিমধ্যে দ্বীপ ছেড়ে গিয়েছেন। অতীতের মতো দ্বীপবাসীর মনোবল ঠিক আছে। দ্বীপবাসীর প্রতি আল্লাহর রহমত রয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে উপজেলা প্রশাসনের সমন্বয়ে সব উদ্যোগ নেওয়া হয়েছে।’

এদিকে, বঙ্গোপসাগরের সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে। এর গতিবেগ বাড়তে থাকায় কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

মহাবিপদ সংকেত সেন্টমার্টিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর