৩ লাখ টাকা করে শিক্ষাবৃত্তি পেলেন ৬ বৈমানিক শিক্ষার্থী
১০ মে ২০২৩ ২০:৪১ | আপডেট: ১০ মে ২০২৩ ২২:৩১
ঢাকা: এভিয়েশনখাতে নারীদের বিচরণ বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেক্সট জেনারেশন অব এভিয়েশন প্রফেশনালস শিক্ষাবৃত্তি পেলেন বিভিন্ন একাডেমিতে অধ্যয়নরত ছয় বৈমানিক শিক্ষার্থী।
বুধবার (১০ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এক অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। এছাড়াও অনুষ্ঠানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে তিনটি অ্যাপস উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেক্সট জেনারেশন অব এভিয়েশন প্রফেশনালস শিক্ষাবৃত্তিপ্রাপ্তরা হলেন- গ্যালাক্সি ফ্লাইট একাডেমির সাফরিন আফরোজ মামিয়া, শেখ আনিকা তাবাসসুম, ফারাজাহা ইয়াসমিন, ফারিহা ফারহা কাশফিয়া। বাংলাদেশ একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেডের সামিহা মালিহা এবং আরিরাং এভিয়েশন লিমিটেডের রাশিদা আফরিন মহিমা।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা বাড়ছে। নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এভিয়েশনখাতকে আরও শক্তিশালী করতে। দেশের সকল বিমানবন্দরের অবকাঠামো নির্মাণে জোর দেওয়া হচ্ছে। অপরদিকে নারীরা এভিয়েশনখাতে এখন বেশি আসছে। বেসামরিক বিমান চলাচক কর্তৃপক্ষের এ উদ্যোগ এভিয়েশন সেক্টরে মেয়েদের আরও বেশি আসতে উৎসাহিত করবে। এর মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহস যোগাবে।’
তিনি আরও বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বিমানবন্দর সেবা দেব। যাত্রীরা নির্বিঘ্নে বিমানবন্দর ব্যবহার করতে পারবে। থার্ড টার্মিনাল চালু হলে দেশের এভিয়েশনখাত আরও এগিয়ে যাবে। জাতির পিতার হাত ধরে দেশের এভিয়েশনখাত শুরু হয়েছিল। আর এখন সেটা আন্তর্জাতিকমানে বিকশিত করছেন তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাশে সামনের দিনগুলো আন্তর্জাতিক হাবে পরিণত হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচকের) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘নারীরা ইতিহাসের স্বাক্ষী। আমাদের মেয়েরা ইউনাইটেডনেশনে বৈমানিক হিসেবে কর্মরত ছিল। আমরা চাই এভিয়েশনে নারীরা আরও বেশি বেশি আসবে। আজকে যে ছয়জন বৃত্তি পেলেন তারা সামনে ভালো করবেন এবং দেশের সুনাম বিশ্বদ্বারে ছড়িয়ে দেবেন।’
এদিকে, বিমানবন্দরে যাত্রীদের সেবার জন্য ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস অ্যাপ, বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে অ্যাভসেক আইডি সিস্টেম এবং বন্দরের আশেপাশে ভবন স্থাপনের অনুমতি সহজ করতে হাউট ক্লিয়ারেন্স ম্যানেজমেন্ট সিস্টেম নামের তিনটি অ্যাপ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মোকাম্মেল হোসেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।
সারাবাংলা/এসজে/পিটিএম