বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
৯ মে ২০২৩ ২৩:৪৬
বগুড়া: বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার (৯ মে) রাত ৮টার দিকে শহরের মালগ্রাম এলাকার ডাবতলায় এই ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই এলাকার মাছ ব্যবাসায়ী ধন্টু শেখের ছেলে।
নাহিদের বন্ধু সিজু জানায়, মুক্তার, আপেলসহ ৮/১০ জন ডাবতলা এলাকায় একটি ফাঁকা জায়গায় বসে গেম খেলছিল ও টিকটক দেখছিল। এ সময় একই এলাকার জুম্মন, কানসা মনিরসহ ১০/১২ জনের একটি দল এসে তাদের গুলি করার ভয় দেখিয়ে নড়াচড়া করতে নিষেধ করে। এর পর তারা দা বের করে নাহিদকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। তখন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমানে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিজুর বড় বোন ছাবিনা ইয়াসমিন বলেন, ‘নাহিদকে বালু ব্যবসার জের ধরে হত্যা করেছে রবিন। এর আগে একই জায়গায় নাহিদ ও রবিনের বালু দেওয়ার কথা ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।’
স্থানীয়রা জানায়, নাহিদ তেমন কোনো কাজ করে না। এর আগে মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল। বর্তমানে বালু ব্যবসা ও রাজনীতির সঙ্গে জড়িত।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান শান্ত বলেন, ‘নাহিদ শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার ছোট-ছোট দুটি সন্তান রয়েছে। এরকম একজন ভদ্র ছেলেকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
বগুড়া সদর থানার ওসি (অপারেশন) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের একাধিক টিম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এছাড়া ঘাতকদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।’
সারাবাংলা/পিটিএম