Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনানীতে ‘মোখা’ মোকাবিলার প্রস্তুতি মহড়া

সারাবাংলা ডেস্ক
৯ মে ২০২৩ ২১:৪৩ | আপডেট: ১০ মে ২০২৩ ১৭:৫৫

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার প্রস্তুতি মহড়া শুরু করেছে নৌবাহিনী। মহড়ার মধ্যে আছে- জরুরি উদ্ধার, ত্রাণ তৎপরতা ও চিকিৎসা সহায়তা।

মঙ্গলবার (০৯ মে) সকাল থেকে ইনানীতে নৌবাহিনীর জেটি ও সংলগ্ন এলাকায় দুইদিনের মহড়া শুরু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহড়ায় ঘূর্ণিঝড় পরবর্তী উপকূলীয় এলাকার জেলে ও স্থানীয়দের দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার, প্রয়োজনীয় ত্রাণ এবং চিকিৎসা সহায়তা দেওয়ার কার্যক্রম অনুশীলন চলছে।

এছাড়া সমুদ্র উপকূলীয় এলাকায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সচল রাখার মহড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি মহড়ার মাধ্যমে ইনানীতে নৌবাহিনীর জেটি ও সংলগ্ন স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নৌবাহিনীর বিশেষায়িত সোয়াড্স কমান্ডের তত্ত্বাবধানে মহড়ায় যুদ্ধজাহাজ, নেভাল এভিয়েশনের হেলিকপ্টার, বিশেষায়িত হাইস্পিড বোট নিয়ে সদস্যরা অংশ নিচ্ছেন।

সারাবাংলা/আরডি/এনইউ

ঘুর্ণিঝড় মোখা টপ নিউজ মোখা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর