Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে রংপুরে দিনব্যাপী কর্মসূচি পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৩ ১৯:০৬ | আপডেট: ৯ মে ২০২৩ ১৯:০৮

রংপুর: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মস্থান পীরগঞ্জের লালদিঘী ফতেহপুর গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, মহানগর কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘীর ফতেহপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. এম এ ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে মারা যান।

সারাবাংলা/পিটিএম

ড. এম এ ওয়াজেদ মিয়া মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর