পিলখানা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৩ ২২:০২
৮ মে ২০২৩ ২২:০২
ঢাকা: পিলখানা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। তার নাম কামরুল হাসান (৫১)।
সোমবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, পিলখানা হত্যা মামলার আসামি কামরুল হাসান ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) বন্দি ছিলেন। তিনি অসুস্থ হয়ে কারা চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
কামরুল হাসানের কয়েদি নম্বর ২০১৮/এ। বাবার নাম মৃত কাছির উদ্দিন।
সারাবাংলা/এসএসআর/একে