Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গোতে বন্যায় ৪০০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৩ ১৫:৫৭

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বন্যা ও ভুমিধসে প্রাণহানির সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। দেশটির দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৪ মে) ভারী বর্ষণের ফলে কঙ্গোর প্রধান নদীগুলো ভরে গিয়ে বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়। পরদিন শুক্রবার ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। চারদিন পর সোমবার প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১। বন্যা ও ভূমিধসে আহত হয়েছেন আরও অন্তত ২০৫ জন। এ পর্যন্ত ১৬৭ জন নিখোঁজ রয়েছেন।

কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

কঙ্গোতে বর্তমান বর্ষাকালে দক্ষিণ কিভু অঞ্চলের বন্যা পুরো মে মাস পর্যন্ত স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে কঙ্গোর প্রতিবেশী রুয়ান্ডায়ও বন্যায় ব্যাপক প্রাণহানি হয়েছে। গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতে ফলে আকস্মিক বন্যায় সেদেশে ১৩১ জনের মৃত্যু হয়। বন্যায় কিভু হ্রদের আশেপাশে অবস্থিত হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

সারাবাংলা/আইই