Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাচালং সেতুর পাটাতন ভেঙে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৩ ১২:৫৫

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে সীমান্ত সড়কের জন্য পাথরবোঝাই ট্রাক বেইলি সেতু উঠলে পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকের পেছনের অংশ আটকে যায়। এ ঘটনার পর থেকে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সওজ সূত্রে জানা গিয়েছে, সেতুটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারি নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ)। ২০১৯ সালে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭ বছরেও শেষ। এতে করে ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যান চলাচল করতে হয় পুরাতন সেতুতে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘পাটাতন ভাঙার খবর পাওয়ার পরপরই আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করব।’

সারাবাংলা/এমও

টপ নিউজ বাঘাইছড়ি রাঙামাটি সড়ক যোগাযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর