ভারতে নৌকা ডুবে ২০ জনের মৃত্যু
৮ মে ২০২৩ ১১:৪১
ঢাকা: ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালায় একটি দ্বিতল পর্যটক নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার (৭ মে) রাতে কেরালার মালাপ্পুরাম জেলার উপকূলীয় শহর ভানুরে এ ঘটনা ঘটে। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ স্থানীয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাজ্যের ক্রীড়া ও মৎসমন্ত্রী ভি আব্দুরাহিমান জানান, নিহতদের বেশির ভাগই স্কুল শিক্ষার্থী। তিনি উদ্ধার প্রচেষ্টা সমন্বয় করতে সাহায্য করছিলেন।
মন্ত্রী জানান, ঘটনার সময় নৌকাটিতে ৩০ জনেরও বেশি মানুষ ছিল বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, অনেক যাত্রীর লাইফ জ্যাকেট পরা ছিল না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় বলেছেন, কেরালার মালাপ্পুরামে নৌকা দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
নরেন্দ্র মোদি আরও জানিয়েছেন, এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ক্ষতিপূরণ পাবেন। নৌকাটি ডুবে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সারাবাংলা/ইআ