Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধশতাধিক আফটারশকে আতঙ্কিত জাপান

আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৩ ১৪:১০ | আপডেট: ৬ মে ২০২৩ ১৮:৪৯

জাপানে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পর আরও অর্ধশতাধিক আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পে দেশজুড়ে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জাপানের জরুরি পরিষেবা বিভাগ এসব তথ্য জানিয়েছে।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার (৫ মে) মধ্য দুপুরে মধ্য ইশিকাওয়া অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরতায় একটি ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৫। ভূমিকম্পে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ সিঁড়ি থেকে পড়ে মারা যান।

বিজ্ঞাপন

বড় এই ভূমিকম্পের একদিন পর শনিবার সকাল পর্যন্ত জাপানে ৫৫টি আফটারশক অনুভূত হয়েছে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি পরিষেবা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, ভূমিকম্প ও আফটারশকে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে উচ্চ গতির ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

দেশটির জরুরি পরিষেবা বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তাতে ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়তে পারে।

সারাবাংলা/আইই

আফটারশক জাপান টপ নিউজ ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর