ওমিক্রন, ডেল্টা প্রতিরোধে এসেছে নতুন ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
২ মে ২০২৩ ১৭:৪৭
ঢাকা: ওমিক্রন ও ডেল্টা ভাইরাস প্রতিরোধে নতুন ভ্যাকসিন বাইভেলেন্ট প্রয়োগ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে এরইমধ্যে আমরা ১১ লাখ ভ্যাকসিন পেয়েছি। আরও ২০ লাখ ভবিষ্যতে পাবো।
মঙ্গলবার (২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
ভ্যাকসিন সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এটি একটি কম্বাইন্ড ভ্যাকসিন, যা ওমিক্রন ও ডেল্টা প্রতিরোধে কাজ করবে।’
তিনি বলেন, ‘কোভিড-১৯ এর সময় আমরা সারাদেশে প্রথম ডোজ ১৫ কোটির বেশি দিতে পেরেছি, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে, তার সাড়ে ১৪ লাখের মত এবং বুস্টার ডোজ ৭ কোটির মত দেওয়া হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন লোকজন বুস্টার ডোজ নিতে তেমন আগ্রহী নন। আমরা সকলকে এই ডোজ গ্রহণ করতে বলছি, প্রচারণা চালাচ্ছি। নতুন এ ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। ১২ বছরের বেশি বয়সী সকলে এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।’
এ সময় সন্ধ্যাকালীন চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে আমরা চেম্বার শুরু করেছি। চিকিৎসক ও রোগী উভয়েই সন্তুষ্ট। আগামী ১০ দিনের মধ্যে আরও ১০০টি হাসপাতালে সন্ধ্যাকালীন এ সেবা শুরু করা হবে। সে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
স্বাস্থ্যখাতে নেওয়া সরকারের নানা উদ্যোগ তুলে ধরে তিনি আরও বলেন, ‘১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। এক সময় ওষুধ তৈরি হতো না, এখন বাংলাদেশে ওষুধ তৈরি হয়। বেড়েছে সেবার পরিধি, মা ও শিশুর মৃত্যুর হার কমেছে। কোভিড-১৯ এ বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে বাংলাদেশ রোড মডেল হিসেবে খ্যাতি পেয়েছে।’
এ ছাড়া শত শত প্রাইভেট হাসপাতাল হয়েছে। ইনস্টিউট হয়েছে ১৫টি। যা আগে ছিল না। দেশে সেবার মান বেড়েছে। অনেক জটিল রোগের চিকিৎসা এখন দেশেই হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সারাবাংলা/জেআর/ইআ