Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ১২:২১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১৬:৫৩

ঢাকা: শারীরিক পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার ক্ষুদে বার্তার মাধ্যমে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। তিনি অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

একপর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউ’তে ছিলেন। এরপর ১৯ জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারি পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এখন তিনি গুলশানের বাসায় অবস্থান করছেন।

সারাবাংলা/এজেড/এমও

খালেদা জিয়া টপ নিউজ বিএনপির চেয়ারপারসন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর