‘জনগণ কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে’
২৭ এপ্রিল ২০২৩ ১৭:০৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২১:২৩
ঢাকা: ‘জনগণ কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে’— এমনটি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খানসহ ১৩ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই সরকার মিথ্যা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খানসহ ১৩ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ বর্তমান ভয়াবহ দুঃশাসনের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত।’
মির্জা ফখরুল বলেন, ‘আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানী করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতেই ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে সরকারি জুলুম-নির্যাতন চলমান রাখা হয়েছে।
‘তবে নিশিরাতের আওয়ামী সরকার এসব নির্মম কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের রক্ষা করতে পারবে না। কারণ, জনগণ এখন কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাবাংলা/এজেড/ইআ