Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে এক কোম্পানি থেকে একাধিক পরিচালক নয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ১১:৪৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১১:৫০

ঢাকা: ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) পরিচালনা পর্ষদে একটি প্রতিষ্ঠান বা কোম্পানির একজনের বেশি ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে থাকতে পারবেন না।

বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে এখন থেকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) থেকে একটি কোম্পানি থেকে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

সার্কুলার বলা হয়েছে, ‘আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্ত হতে পারবেন না। কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় তার স্বার্থসংশ্লিষ্ট পক্ষ থেকে মনোনীত অন্য কোনো ব্যক্তি উক্ত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না।’

এ ছাড়া ‘প্রাকৃতিক ব্যক্তিসত্ত্বা বিশিষ্ট ব্যক্তি’ শেয়ারধারক হলে তার পক্ষে অপর কোনো ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিচালকদের জন্য নির্ধারণ করে দেওয়া আগের সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়।

সারাবাংলা/জিএস/ইআ

আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর