হরিনাকুন্ডুতে পূর্ব বিরোধের জেরে ১ জনকে কুপিয়ে হত্যা
২৪ এপ্রিল ২০২৩ ১৭:৫০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৭:৫১
ঝিনাইদহ: জেলার হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা এলাকায় আধিপত্ত বিস্তারের জের ধরে লুৎফর রহমান (৪০) নামে এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জোড়াপুকুরিয়া এলাকার মান্দারতলা ব্রিজসংলগ্ন কাউসারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান তিনি।
টাইলস মিস্ত্রি লুৎফর রহমান ওই গ্রামের নায়েব মন্ডলের ছেলে। সে ঢাকার শাহবাগ এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতো।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে লুৎফর রহমান নিজ বাড়ি থেকে জোড়াপুকুরিয়া এলাকায় আত্মীয় মিয়াজুল ইসলামের বাড়িতে যান একটা বিয়ের বিষয়ে কথা বলতে। পরে বাড়ি ফেরার সময় মান্দারতলা ব্রিজসংলগ্ন কাউসারের দোকানের সামনে পৌঁছালে ১৫/২০ জন লোক তার ওপর হামলা করে। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লুৎফরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো ভোঁতা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কারণ, তার কিছু হাড়ও ভেঙে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামে ও আশপাশের এলাকায় দু’টি পক্ষের মধ্যে আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর এক পক্ষের নেতৃত্বে রয়েছেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম এবং অপর পক্ষ রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ওই এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই দ্বন্দের জেরে জোড়াপুকুরিয়ায় গত ১ এপ্রিল রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এই দু’টি পক্ষের দ্বন্দের জেরেই আজ লুৎফর রহমানকেও কুপিয়ে হত্যা করা হলো। নিহত লুৎফর খবির উদ্দিনের সমর্থক।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, ওই গ্রামে দু’টি পক্ষ রয়েছে। তাদের মধ্যে আধিপত্ত বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
সারাবাংলা/পিটিএম