Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরে রাজনীতি করার পরিকল্পনা নেই: আবদুল হামিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৩ ১৫:১০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৫:১৩

ঢাকা: রাষ্ট্রপতি পদ থেকে অবসরে গিয়ে অ্যাক্টিভলি রাজনীতি করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘অ্যাক্টিভলি রাজনীতি করা, এটা আমার পরিকল্পনায় নাই। কারণ দেশের মানুষ আমাকে এতো বড় ইজ্জত দিয়ে দুই মেয়াদে দেশের রাষ্ট্রপতি করেছে। সুতরাং রাজনীতি করবো বা অন্য কোনো পদে যাবো, এটা করলে দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করবো না।’

সোমবার (২৪ এপ্রিল) বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আবদুল হামিদ বলেন, ‘আপনারা শুনেছেন অনেকে সময় বলেছি, আমি একটা বন্দি জীবনে আছি। এর থেকে আমি মুক্তি পাচ্ছি এবং এখন একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একটু ফ্রিলি মুভ করতে পারবো। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আরও কথা হবে তো। এখনও তো বাইর হইতে পারছি না। বাইর হইয়া অনেক কথা হবে। আইসেন সময় সময়, প্রাণখুলে-মনখুলে কথা বলব।’

ভাটির শার্দুল আবদুল হামিদ বলেন, ‘আমি সারাজীবন রাজনীতি মানুষের জন্য করেছি। সুতরাং মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনদিন থাকবেও না। সকল রাজনীতিবিদদের একথাই বলব, এদেশের মাটি এবং মানুষকে ভারোবেসে যেন তারা রাজনীতি করে। তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। সেটি আশা করি এবং সেটা দলমত নির্বিশেষে সবার কাছেই আশা করি।’

নতুন রাষ্ট্রপতি ওনার সাংবিধানিক দায়িত্ব সুন্দর এবং সুষ্ঠভাবে পালন করবেন, এটাই সারা জাতির প্রত্যাশা এবং আমারও প্রত্যাশা- বলেন আবদুল হামিদ। তিনি আরও বলেন, ‘এটা বাংলাদেশে হয় নাই। পাশ্বর্বতী ইন্ডিয়াতে একজন দুই বার রাষ্ট্রপতি হইছেন, কিন্তু ১০ বছর ছিল না। আবার পাকিস্তানে তো ৫ বছরের ওপরে কেউ ছিল না। সুতরাং এই উপমহাদেশেই আমার মনে হয়, আমিই বেশি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছি। ১০ বছর ছাড়াও আর ৪১ দিন বেশি আছে; ভারপ্রাপ্ত সভাপতি, অস্থায়ী রাষ্ট্রপতি। এই হিসাবে আরও ৪১ দিন বেশি আছে।’

বিজ্ঞাপন

আবদুল হামিদ বলেন, ‘অবশ্য আপনারা জানেন, আমি স্পিকার ছিলাম, এখানে আসার খুব ইচ্ছা ছিল না। কিন্তু আসছি আর কি? কারণ আমি পার্লামেন্টে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কারণ ওখানে একটু নিজেকে মুক্ত বলে মনে হত। জানতাম যে এলে বেড়াজালের ভেতরে পড়ে যাব। যাই হোক তবু মোটামুটি ১০বছর পার করে ফেলেছি।’

১০ বছরে বন্দি থাকলেও তাদের (জনগণ) প্রতি আমার ভালোবাসা ছিল না; তা নয়। সেটা ছিল। তবে কাছে গিয়ে সবার কাছে প্রকাশ করতে পারি নাই। এখন অনেক বেশি অনেকের কাছে সেটা প্রকাশ করতে পারবো বলে আশা প্রকাশ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আবদুল হামিদ আরও বলেন, ‘আমি তো রিটায়ার হয়ে গেছি। আর কিছু তো করার… কিছু কাজ তো ঘরে বসে থাকা, কিছু লেখালেখি করতে পারি। কিন্তু একটিভলি রাজনীতি করা এটা আমার পরিকল্পনায় নাই।’

এর আগে, বঙ্গভবন থেকে বিরল সম্মান নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শেষ কার্যদিবস পার করেন। সোমবার সকালে বঙ্গভবনে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। টানা দুই মেয়াদের মধ্যে পাঁচ বছরের মেয়াদ আজ শেষ হয়েছে বলে বঙ্গভবন থেকে বিদায় জানানো হয়। দেশের ২১তম সাবেক রাষ্ট্রপতি হিসাবে আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ এখন থাকবেন।

বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত ফুলের পাপড়ি ছড়িয়ে ও বিউগলের করুণ সুর বাজিয়ে আবদুল হামিদকে রাজসিক বিদায় দেওয়া হয়। এরপর তার গাড়িবহরের যাত্রা শুরু হয়। এ সময় তাকে এসকর্ট দেয় পুলিশের অশ্বারোহী দল।

সারাবাংলা/এনআর/এমও

আবদুল হামিদ রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর