ছুটি শেষে কমলাপুর স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড়
২৪ এপ্রিল ২০২৩ ১৩:০৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৬:০৫
ঢাকা: টানা ছয় দিনের ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সোমবার (২৪ এপ্রিল) সরকারি অফিস আদালত খুলে যাওয়ায় সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশ পথে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। যথারীতি কমলাপুর রেলওয়ে স্টেশনেও ঢাকামুখী মানুষের স্রোত দেখা গেছে। তবে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, মূল স্রোত আসবে আরও দুইদিন পর।
এবার শব-ই কদরের সঙ্গে একদিন সাধারণ ছুটি মিলিয়ে ঈদের ছুটি মিলেছে টানা পাঁচ দিন। সেই সঙ্গে যে সকল সরকারি কর্মকর্তারা আরও দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে তারা ছুটি কাটাতে পারবেন টানা সাত দিন। আর যারা ওই ছুটি পাননি, তাদেরকে সোমবার (২৪ এপ্রিল) কর্মস্থলে হাজির হতে হয়েছে। আর সেজন্যই সকাল থেকে রেলওয়ে স্টেশনে শুরু হয়েছে মানুষের ছোটাছুটি।
রাজশাহী থেকে আসা মামুন রহমান সরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি বলেন, অন্য সহকর্মীরা ছুটি নেওয়ায় তিনি ছুটি পাননি। সে জন্য রাতের ট্রেন ধরে সকালে ঢাকায় পৌছেছেন।
রংপুর থেকে আসা নেয়ামুল কবীর জানান, অফিস খোলা সে জন্য ফিরে আসতে হলো তবে পরিবার বাড়িতে রেখে এসেছেন। তারা পরে আসবেন।
এছাড়া ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইলের ঢাকার আশে পাশের জেলাগুলোতে যাদের বাড়ি তারাও সকালে ট্রেনে চেপে এসে কর্মস্থলে যোগ দিয়েছেন। জয়দেবপুর থেকে আসা আনিসুর রহমান বলেন, অফিস করেই তিনি আবার বিকেলে বাসে করে বাড়ি যাবেন। কারণ এখনও রাস্তা ফাঁকা।
এদিকে ঈদের ছুটি ইদ শেষ হলেও আমেজ রয়ে গেছে। এখনও মানুষ নাড়ির টানে বাড়ি ছুটছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেলো, এখনও মানুষ বাড়ি ফিরছে। কমলাপুর রেলওয়েস্টেশনে সকালে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে যাত্রীদের কোনো চাপ নেই বললেই চলে। তবে ফিরে আসার ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা বেশি ছিল।
স্টেশন ম্যানেজার জানান, অফিস খোলাতে অনেকেই একা ফিরছেন। পরিবার নিয়ে ফেরার চাপ পরবে হয়তো পরের রোববার-সোমবার থেকে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল সারাদেশে উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতর।
সারাবাংলা/জেআর/ইআ