Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় পুলিশ সদস্য খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৩ ১৮:৫৬

ঢাকা: কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাহেজুল আমিন বাঁধন (৩১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার মৃত্যু হয়। ঢামেকের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক (ইমার্জেন্সি মেডিকেল অফিসার) কিশোর কুমার সাহা বাঁধনের মৃত্যুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কুমিল্লার দাউদকান্দিতে সংঘর্ষের ঘটনায় বাঁধন নামে এক পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। এখানে আনার পর তার মৃত্যু হয়। ওই ঘটনায় আহত আরও চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন।’

নিহত পুলিশ সদস্যদের ভাই রাজিব হোসেন জানান, কনস্টেবল বাঁধন নোয়াখালী পুলিশ লাইন্সে এসএএফ শাখায় কর্মরত ছিল। বাঁধন আট বছর ধরে পুলিশে চাকরি করে আসছিল।

জানা যায়, কুমিল্লার দাউদকান্দির ২২ নম্বর ইলিয়টগঞ্জের বাশোরা গ্রামে রোববার সকালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাঁধনসহ পাঁচজন আহত হন। এর মধ্যে বাঁধনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বাঁধনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাঁধন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলী আহমদ সরকারের ছেলে। তার দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

খুন পুলিশ সদস্য

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর