Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৩ ০৯:৫০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১১:৩০

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় ও জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, বিভিন্ন দফতরের মন্ত্রী, দুই সিটি করপোরেশনের মেয়র, কূটনীতিকসহ সাধারণ মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। এটিই রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের শেষবারের মতো ঈদের জামাতে অংশ নেওয়া।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমিন।

বিজ্ঞাপন

ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। মোনাজাতে আগত মুসল্লিরা অংশ নেন।

এর আগে, সকাল সাড়ে ৬টা থেকে জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেন। সাড়ে ৮টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এরপর নিরাপক্তায় নিয়োজিত কর্মকর্তারা প্রবেশ গেট বন্ধ করে দেন। নামাজ শুরু হলে দেখা যায়, হাইকোর্টের সামনের সড়ক ও তোপখানা সড়কে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যান অনেকে।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ঈদগাহে এবার ১২১টি কাতারে ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছিল।

সারাবাংলা/ইউজে/এমও

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর